জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখার নিয়ম ১ম,২য়,৩য়,৪র্থ বর্ষের

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে আজকে আপনাদের জানাবো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত সকল পরীক্ষার ফলাফল দেখার পদ্ধতি সম্পর্কে আজ আলোচনা করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে, অফিসিয়াল ওয়েবসাইট টি হল:www.nu.ac.bd মাধ্যমে। এছাড়াও আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল রেজাল্ট খুব সহজেই দেখতে পারবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখতে ভিজিট করুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে, তারপর রেজাল্ট পেজের বাম সাইডে, সার্চ অপশন থেকে, আপনার কোর্সটি সিলেক্ট করুন, এরপর সার্চ বক্স গিয়ে আপনার রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এবং পরীক্ষার বছর টি দিয়ে সার্চ করুন। তারপর খুব সহজেই আপনার অনার্স ,মাস্টার্স ও ডিগ্রির পরীক্ষার ফলাফল পরীক্ষার ফলাফল পেয়ে যাবেন।

অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম

ভর্তি পরীক্ষার মাধ্যমে একটি শিক্ষার্থীর মেধা যাচাই করা হয়, তাই প্রথম মেধা তালিকার পর দ্বিতীয় মেধা তালিকা তারপর তৃতীয় মেধা তালিকা এইভাবে পর্যায়ক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়ে থাকে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অনলাইনে রেজাল্ট দেখতে হলে সর্বপ্রথম জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে ভিজিট করতে হবে তারপর শিক্ষার্থীর অ্যাপ্লিকেশন রোল নাম্বারে আপনার রোল নাম্বারটি প্রবেশ করাতে হবে তারপর পিন  নাম্বার অপশনে গিয়ে, পিন নাম্বারটি সেট করতে হবে। তারপর লগইন করলেই পেয়ে যাবেন আপনার ভর্তি পরীক্ষার ফলাফল।

আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে NU, এরপর স্পেস দিয়ে পরীক্ষার কোর্সের নাম লিখতে হবে, তারপর স্পেস দিয়ে পরীক্ষার রোল নাম্বারটি লিখতে হবে, তারপর পরীক্ষার সাল বসাতে হবে, মেসেজ লিখা শেষ হয়ে গেলে ১৬২২২ এই নাম্বারে সেন্ড করতে হবে, আশা করি এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি আপনার অনার্স ভর্তি পরীক্ষার ফলাফল খুব সহজেই পেয়ে যাবেন। যাদের মোবাইলে ইন্টারনেট অপশন থাকে না তারা এই পদ্ধতির মাধ্যমে বিশ্ববিদ্যালয় সকল রেজাল্ট পেতে পারেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স রেজাল্ট দেখার নিয়ম 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ দেশের সকল কলেজ সমূহের অনার্স রেজাল্ট এবং মাস্টার্স রেজাল্ট দেখার নিয়ম জানুন এখান থেকেই খুব সহজে। ৪ বছর মেয়াদী অনার্স কোর্স যথাক্রমে – অনার্স ১ম বর্ষ, অনার্স ২য় বর্ষ, অনার্স ৩য় বর্ষ, অনার্স ৪র্থ বর্ষ সহ অনার্স ফাইনাল পরীক্ষার ফলাফল ও মার্কশিট ডাউনলোডের পদ্ধতি তুলে ধরা হল। আপনি কিভাবে আপনার মোবাইল ফোন অপারেটরের মাধ্যমে এসএমএস এর মাধ্যমে তা জানতে পারবেন ……

অনার্স ১ম বর্ষের রেজাল্ট জানতে

আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন NU স্পেস দিয়ে লিখুন H1 আবার স্পেস দিয়ে আপনার Roll অথবা Registration: Number লিখুন এবং মেসেজ টি পাঠিয়ে দিন 16222 এই নাম্বারে…

অনার্স ২য় বর্ষের রেজাল্ট জানতে

আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন NU স্পেস দিয়ে লিখুন H2 আবার স্পেস দিয়ে আপনার Roll অথবা Registration: Number লিখুন এবং মেসেজ টি পাঠিয়ে দিন 16222 এই নাম্বারে…

অনার্স ৩য় বর্ষের রেজাল্ট জানতে

আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন NU স্পেস দিয়ে লিখুন H3 আবার স্পেস দিয়ে আপনার Roll অথবা Retgistraion Number লিখুন এবং মেসেজ টি পাঠিয়ে দিন 16222 এই নাম্বারে…

অনার্স ৪র্থ বর্ষের রেজাল্ট জানতে

আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন NU স্পেস দিয়ে লিখুন H4 আবার স্পেস দিয়ে আপনার Roll অথবা Registration Number লিখুন এবং মেসেজ টি পাঠিয়ে দিন 16222 এই নাম্বারে…

অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স রেজাল্ট দেখার নিয়ম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফল অনলাইনে দেখতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট www.nu.ac.bd এবং www.nubd.info থেকে। এছাড়া আমাদের ওয়েবসাইট থেকেও আপনি আপনার রেজাল্ট দেখতে পারবেন।

প্রথমে লিখুন https://www.nu.ac.bd/results/ অনার্স রেজাল্ট জাতীয় বিশ্ববিদ্যালয় তারপর কিছুক্ষন অপেক্ষা করে রেজাল্ট পেজটি ওপেন হবে। আপনি সেখানে Honours এর পশে থাকা + চিহ্ন তে ক্লিক করুন তারপর আপনি Honours First Year Result জানতে 1st Year সিলেক্ট করুন। Honours 2nd Year Result জানতে 2nd Year সিলেক্ট করুন। Honours Third Year Result জানতে 3rd Year সিলেক্ট করুন। Honours Fourth Year Result জানতে 4th Year সিলেক্ট করুন।

তারপর Individual Result এর অধীনে থাকা Roll / Registration Number এর বক্সে আপনার রোল অথবা রেজিষ্ট্রশন নম্বর লিখুন এবং Exam Year এর বক্সে পরীক্ষার বছর লিখুন। তারপর এরকম একটি Captcha Code অস্পষ্টভাবে দেয়া থাকবে, কোডটি সঠিক ভাবে আপনাকে নিচের বক্সে লিখতে হবে। সবশেষ আপনি Search Result বাটনে ক্লিক করে অপেক্ষা করুন। কিছুক্ষনের মধ্যেই আপনি আপনার প্রত্যাশিত রেজাল্ট দেখতে পাবেন।

আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখার নিয়ম  জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আজকের আর্টিকেলে সে সম্পর্কে কিছুটা ধারণা দিতে পেরেছি। এ বিষয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন।

Leave a Comment