ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭ কলেজের অনার্স প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেসব শিক্ষার্থী এই বছর উচ্চমাধ্যমিক (HSC) পরীক্ষা দিয়েছে বা পূর্ববর্তী সেশন থেকে যোগ্য, তাদের জন্য এটি একটি বড় সুযোগ দেশের শীর্ষ সরকারি কলেজগুলোর একজন শিক্ষার্থী হওয়ার।
📅 আবেদন শুরুর তারিখ: ৬ জানুয়ারি ২০২৬
📅 আবেদন শেষ তারিখ: ১২ ফেব্রুয়ারি ২০২৬
📅পরীক্ষার তারিখ: ২৫ এপ্রিল ২০২৬
📅পরীক্ষার সময়: সকাল ১১:০০ টা থেকে ১২:০০ টা পর্যন্ত
💻 আবেদন পদ্ধতি: অনলাইনে ৭ কলেজের ভর্তি ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করতে হবে।
🌐 ওয়েবসাইট: https://7college.du.ac.bd
৭ কলেজ ভর্তি বিজ্ঞপ্তি বিজ্ঞান শাখার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজ যথাক্রমে (১) ঢাকা কলেজ, (২) ইডেন মহিলা কলেজ, (৩) কবি নজরুল সরকারি কলেজ, (৪) বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, (৫) সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, (৬) সরকারি বাঙলা কলেজ ও (৭) সরকারি তিতুমীর কলেজ এর বিজ্ঞান শাখার অন্তর্ভুক্ত বিভাগসমূহে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
ইডেন মহিলা কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের আসনসমূহ শুধু মহিলা এবং ঢাকা কলেজের আসনসমূহ শুধু পুরুষ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। অধিভুক্ত কলেজসমূহের বিজ্ঞান ইউনিটভুক্ত বিভাগসমূহের ভর্তি কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাধ্যমে সম্পন্ন করা হবে। অর্জিত ডিগ্রিসমূহের সনদপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদান করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো সুযোগ-সুবিধা ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে না। উপর্যুক্ত কলেজগুলোর বিভাগসমূহের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য নির্ধারিত আসন সংখ্যা নিম্নের ছকে উল্লেখ করা হলো:
| বিষয় | মেধায় আসন সংখ্যা | বিভিন্ন কোটায় আসন সংখ্যা | মোট আসন সংখ্যা |
| পদার্থবিজ্ঞান | ১১১ | ৯ | ১২০ |
| রসায়ন | ১১১ | ৯ | ১২০ |
| গণিত | ১৮৪ | ১৫ | ১৯৯ |
| উদ্ভিদবিজ্ঞান | ১১৫ | ১০ | ১২৫ |
| প্রাণিবিদ্যা | ১১৫ | ১০ | ১২৫ |
| ভূগোল ও পরিবেশ | ৮০ | ৭ | ৮৭ |
| মনোবিজ্ঞান | ৮০ | ৭ | ৮৭ |
| পরিসংখ্যান | ১১৬ | ১০ | ১২৬ |
| বাংলা | ২৮ | ২ | ৩০ |
| ইতিহাস | ৩৪ | ২ | ৩৬ |
| দর্শন | ৩২ | ২ | ৩৪ |
| ইসলামের ইতিহাস ও সংস্কৃতি | ২৬ | ১ | ২৭ |
| ইসলামিক স্টাডিজ | ১৯ | ১ | ২০ |
| অর্থনীতি | ১৪ | ১ | ১৫ |
| রাষ্ট্রবিজ্ঞান | ৩৪ | ২ | ৩৬ |
| সমাজবিজ্ঞান | ৩৬ | ২ | ৩৮ |
| হিসাববিজ্ঞান | ৪৩ | ২ | ৪৫ |
| মার্কেটিং | ৩৮ | ২ | ৪০ |
| ব্যবস্থাপনা | ৪৩ | ২ | ৪৫ |
| মোট= | ১২৫৯ | ৯৬ | ১৩৫৫ |
ভর্তির যোগ্যতা ও প্রাথমিক আবেদনপত্র
১। উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান শিক্ষঃ ‘এ’ লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
২। ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমতুল্য এবং ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে, শুধু তারাই আবেদন করতে পারবে।
৩ । ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বিজ্ঞান শিক্ষার উচ্চ মাধ্যমিক এবং বিজ্ঞান শাখার পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় যাদের প্রায় জিপিএ-এর যোগফল অন্তত ৭.০০ আছে কেবল তারাই ভর্তির জন্য আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান শাখার বিষয়টি অবশ্যই থাকতে হবে ।
টি কলেজের নম্বর বন্টন-বিষয়ভিত্তিক
বিজ্ঞান শাখা
| বিষয় | নম্বর |
| পদার্থবিদ্যা | ২৫ |
| রসায়ন | ২৫ |
| ম্যাট্রেনরেটস | ২৫ |
| জীববিজ্ঞান | ২৫ |
৭ কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ব্যবসা শাখার
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভূক্ত সরকারি ৭টি কলেজ যথাক্রমে (১) ঢাকা কলেজ (২) কবি নজরুল সরকারি কলেজ (৩) ইডেন মহিলা কলেজ (৪) বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ (৫) সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ (৬) সরকারি বাঙলা কলেজ (৭) সরকারি তিতুমীর কলেজ-এর ব্যবসায় শিক্ষা শাখার বিভাসসমূহে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারপ্ল্যানুয়েট প্রোগ্রামে ভর্তির অন্য দ্যাখায় আজান করা হচ্ছে।
ইডেন মহিলা কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের আসনসমূহ শুধু ছাত্রী এবং ঢাকা কলেজের আসনসমূহ শুধু ছাত্রদের জন্য সংরক্ষিত থাকবে। এছাড়া সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং সরকারি বাঙলা কলেজে ছাত্র-ছাত্রী উভয়েই ভর্তি হতে পারবে। উপর্যুক্ত কলেজসমূদের ব্যবসায় শিক্ষা শাখার বিভাগসমূত্রে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাহয়েট প্রোগ্রাদের ভর্তি কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ইস্টাডিজ অনুষদের মাধ্যমে সম্পন্ন করা হবে। অর্জিত ডিগ্রিসমূহের সনদ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো সুবিধা ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য নয়।
ভর্তির যোগ্যতা ও প্রাথমিক আবেদনপত্র
১। উচ্চ মাধ্যমিক পর্যায়ে ব্যবসায় শিক্ষঃ ‘এ’ লেভেল। বিজনেস ম্যানেজমেন্ট-এ উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
২। ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমতুল্য এবং ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে,
শুধু তারাই আবেদন করতে পারবে।
৩ । ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ব্যবসায় শিক্ষার উচ্চ মাধ্যমিক এবং বিজনেস ম্যানেজমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় যাদের প্রায় জিপিএ-এর যোগফল অন্তত ৬.৫০ আছে কেবল তারাই ভর্তির জন্য আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজনেস ম্যানেজমেন্ট গ্রুপ থেকে আগত প্রার্থীদের একাউন্টিং বিষয়টি অবশ্যই থাকতে হবে ।
৭টি কলেজের নম্বর বন্টন-বিষয়ভিত্তিক
ব্যবসা শাখা
| বিষয় | নম্বর |
| বাংলা | ২০ |
| ইংরেজি | ২০ |
| হিসাববিজ্ঞান | ২০ |
| ব্যবসায়িক শিক্ষা | ২০ |
| মার্কেটিং / ফিন্যান্স ও ব্যাংকিং | ২০ |
৭ কলেজ ভর্তি বিজ্ঞপ্তি কলা ও সামাজিক বিজ্ঞান শাখার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজ অর্থাৎ (১) ঢাকা কলেজ (২) সরকারি তিতুমীর কলেজ (৩) ইডেন মহিলা কলেজ (৪) বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ (৫) কবি নজরুল সরকারি কলেজ (৬) সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং (৭) সরকারি বাঙলা কলেজ-এর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটভুক্ত বিভাগসমূহে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক বা সমমান পর্যায়ে মানবিক শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল আবেদন করতে পারবে।
ইডেন মহিলা কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের আসনসমূহ শুধু ছাত্রীদের এবং ঢাকা কলেজের আসনসমূহ শুধু ছাত্রদের জন্য সংরক্ষিত থাকবে। এছাড়া সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং সরকারি বাঙলা কলেজে ছাত্র-ছাত্রী উভয়েই ভর্তি হতে পারবে। উপর্যুক্ত কলেজসমূহের কলা ও সামাজিক বিজ্ঞান শাখার বিভাগসমূহে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মাধ্যমে সম্পন্ন করা হবে। সংশ্লিষ্ট ডিগ্রিসমূহের সনদ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো সুবিধা ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য নয়।
ভর্তির যোগ্যতা ও প্রাথমিক আবেদনপত্র
১। উচ্চ মাধ্যমিক পর্যায়ে কলা ও সামাজিক কলা ও সামাজিক বিজ্ঞান শাখার শিক্ষঃ ‘এ’ লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
২। ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমতুল্য এবং ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে, শুধু তারাই আবেদন করতে পারবে।
৩ । ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য কলা ও সামাজিক বিজ্ঞান শিক্ষার উচ্চ মাধ্যমিক এবং কলা ও সামাজিক বিজ্ঞান শাখার পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় যাদের প্রায় জিপিএ-এর যোগফল অন্তত ৬.০০ আছে কেবল তারাই ভর্তির জন্য আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে কলা ও সামাজিক বিজ্ঞান শাখার বিষয়টি অবশ্যই থাকতে হবে ।
৭টি কলেজের নম্বর বন্টন-বিষয়ভিত্তিক
কলা ও সামাজিক বিজ্ঞান শাখা
| বিষয় | নম্বর |
| বাংলা | ২৫ |
| ইংরেজি | ২৫ |
| সাধারণ জ্ঞান | ৫০ |
৭ কলেজ ভর্তির আবেদন করার নিয়ম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬ এর জন্য আবেদন করতে হলে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- Visit the website collegeadmission.eis.du.ac.bd
- “Login” অপশনে ক্লিক করুন
- আপনার HSC ও SSC পরীক্ষার তথ্য দিয়ে লগইন করুন
- নির্ধারিত আবেদন ফি মোবাইল ব্যাংকিং (যেমনঃ বিকাশ, রকেট, নগদ) অথবা নির্ধারিত ব্যাংকের মাধ্যমে পরিশোধ করুন।
- ফি পরিশোধের পরে আবেদন/পেমেন্ট স্লিপ ডাউনলোড করুন এবং সংরক্ষণ করুন।
- DU 7 College Admit Card Download
৭ কলেজ ভর্তির প্রবেশপত্র ডাউনলোড করার নিয়ম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজ ভর্তি প্রবেশপত্র ২০২৬ ডাউনলোড করতে হলে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- ভিজিট করুন collegeadmission.eis.du.ac.bd
- Login অপশন সিলেক্ট করুন।
- আপনার SSC রোল, HSC রোল এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করুন।
- আপনি যেই ইউনিটে আবেদন করেছেন, সেই ইউনিটের Admit Card ডাউনলোড ও প্রিন্ট করুন।
কলেজ ভর্তির আসন সংখ্যা
- ঢাকা কলেজে ৭৭৫টি
- ইডেন মহিলা কলেজে ৮৭৬টি
- সরকারি তিতুমীর কলেজে ৮২০টি
- সরকারি বাঙলা কলেজে ৭১১টি
- বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ৫৭৬টি
- সরকারি সোহরাওয়ার্দী কলেজে ৫২০টি
- কবি নজরুল সরকারি কলেজে ৪৯৫টি